আর্কাইভ থেকে এশিয়া

আফগানিস্তানে গ্যাস ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণ, দগ্ধ ৬০

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে ইসলাম কাল্লা স্থলবন্দরের একটি গ্যাস ট্যাংকারে বিস্ফোরণের পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। এতে দগ্ধ হয়েছে কমপক্ষে ৬০ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

ইরানের গণমাধ্যম পার্স টুডে, মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, শনিবার দুপুরে ইরান সীমান্তবর্তী কাস্টমস পয়েন্টে এই দুর্ঘটনা হয়। এতে অন্তত ৫০০ জ্বালানীভর্তি তেল ও গ্যাস ট্যাংকারে আগুন লেগে যায়।

হেরাত প্রদেশের গভর্নর সাইয়্যেদ ওয়াহিদ কাতালি বলেছেন, বিস্ফোরণে ইসলাম কাল্লা স্থলবন্দরে পার্ক করে রাখা অসংখ্য জ্বালানী ভর্তি ট্যাংকারে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতোই বেশি যে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আনতে ইরানের কাছে জরুরি সহায়তা চাওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, মোটা কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। ধোঁয়া দেখা যায় বহুদূর থেকেও। ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় বহু মানুষ। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, হেরাতের ৬০ শতাংশ এলাকায় দেখা দিয়েছে ব্ল্যাকআউট। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন