আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ফরিদপুরে অসহায়দের জন্য ফুডস্পট

ফরিদপুরে করোনার কারণে দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অস্বচ্ছল জনগণের জন্য খাদ্য সহায়তা হিসেবে একটি ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। ব্যাতিক্রমী এ উদ্যোগের নাম ফুডস্পট।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুরে জেলা প্রশাসক অতুল সরকারের পক্ষ থেকে ফুডস্পটটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়।

জেলা প্রশাসন সূত্র জানা গেছে, করোনার লকডাউন চলাকালীন সময়ে যাদের খাবারের কোন সংস্থান নাই এরকম দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অস্বচ্ছল জনগণের কথা ভেবেই এ ফুডস্পট।

সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ডেকোরেশনের মাধ্যমে টেবিল চেয়ার বসিয়ে সুন্দর পরিপাটি পরিবেশে খাবার পরিবেশন করা হয়।  প্রথম দিনে খিচুড়ি, সবজি, বিশুদ্ধ পানি দেয়া হয়। প্রতিদিন ফুডস্পটে ৩০০ জনকে খাবার প্রদান করা হচ্ছে। প্রাথমিকভাবে ১ টি স্পটে এ খাবার দেয়া হচ্ছে।  তবে চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় স্পটের সংখ্যা বাড়ানো হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন