যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
নড়াইলের রাজু হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. শামীম শেখকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ (র্যাব)।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
গ্রেপ্তার হওয়া আসামি শামীম শেখ নড়াইল নড়াগাতির কলাবাড়িয়া চরকান্দিপাড়ার মো. দাউদ শেখের ছেলে।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ২০০৫ সালে জমিজমা ও বাড়ির সীমানা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে শামীমকে আঘাত করে রাজু। পরে শামীম প্রতিশোধ হিসেবে রাজুকে হত্যার পরিকল্পনা করেন। এরপর সুযোগ বুঝে রাজুকে কুপিয়ে হত্যা করে শামীম ও তার বন্ধুরা। ২০২২ সালের জুলাইয়ে এ ঘটনার মামলায় সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া শামীম শেখের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।