আমি বিয়ে করতে চাই: রাইমা
সিনেমা ইন্ডাস্ট্রিতে এক যুগেরও বেশি পার করেছেন রাইমা সেন। কখনও কাজের জন্য সমালোচনার মুখে পড়েছেন আবার কখনও ব্যক্তিগত জীবন নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের জন্য পাত্র খুঁজছেন বলে জানান তিনি। রাইমা বলেন, আমি তো বিয়ে করতে চাই। পাত্র খুঁজছি, পেলেই বিয়ে করব।
একদিকে মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি তিনি, সেই সঙ্গে রাজ পরিবারের মেয়ে। তাই পাত্র হতে হবে অভিনেত্রীর সঙ্গে মানানসই।
অভিনেত্রী বলেন, আমার এমন একজন জীবনসঙ্গী চাই, যে আমার জীবনধারার সঙ্গে একেবারেই মিশে যেতে পারবে। অবশ্যই রসিক মনের হতে হবে। সেই সঙ্গে ব্যাংকে টাকা থাকতে হবে। আর সেটা না থাকলে আমার তো চলবে না।
যদিও আমি যে আংটিটা পরে থাকি, সেটা দেখে অনেকেই মনে করেন, আমি হয়তো এনগেজড। কিন্তু সবাইকে বলতে চাই আমি এখনও সিঙ্গেল।
বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে রাইমা সেনের নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’। হিন্দি-বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।