আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশে আসতে চাচ্ছে না ইংলিশ ক্রিকেটাররা

টাইগারদের বিপক্ষে আগামী ১ মার্চ থেকে তিন ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড জাতীয় দল। ওদিকে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাকিস্তান ক্রিকেট লিগ পিএসিএল। যা চলবে ১৯ মার্চ পর্যন্ত।

পিসিএল খেলার জন্য বাংলাদেশ আসতে চাচ্ছে না ইংল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার। সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে এমনি এক তথ্য। অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস, লিয়াম ডওসন ও জেমস ভিন্সির মতো ক্রিকেটারা বাংলাদেশ সিরিজে না খেলে পাকিস্তানের লিগ খেলতে চান।

ওদিকে বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডের। ওই সিরিজ শেষ টেস্ট শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। অর্থাৎ টেস্ট সিরিজে থাকা হ্যারি ব্রুক, বেন ডাকেট, ওলি স্টোনস ও জো রুট ওয়ানডে খেলতে আসবেন না বাংলাদেশে।

আরও পড়ুনঃ সব রেকর্ড ভেঙ্গে দিলেন আর্জেন্টাইন তারকা

ইংল্যান্ডের জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন আছেন ইনজুরিতে। বেন স্টোকস ওয়ানডে ফরম্যাটকে জানিয়েছেন বিদা। সবকিছু মিলিয়ে ইসিবির জন্য ১৫জন খেলোয়াড় পাওয়াই মুশকিল হয়ে যেতে পারে বাংলাদেশ সফরে।

আরও পড়ুনঃ ইকুয়েডরকে হারিয়ে ফাইনাল পর্ব শুরু ব্রাজিলের

 

এ সম্পর্কিত আরও পড়ুন