মেয়েকে কাঁধে নিয়ে ট্রেকিং-এ নামল কোহলি-আনুশকা
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও সফরকারী নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।
বুধবার (১ ফেব্রুয়ারি) আহমেদাবাদে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজ নির্ধারনী ম্যাচটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও এই সিরিজে নেই ভারতীয় দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। এই নিয়ে টানা তিন টি-টোয়েন্টি সিরিজের দলে নেই ভারতের অন্যতম সেরা এই ব্যাটার।
এই সুযোগে অবসর সময়টা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন কোহলি। স্ত্রী-সন্তানকে নিয়ে কংক্রিটের নগরী আর ক্রিকেটকে দূরে ঠেলে ছুটে চলেছেন পাহাড়ে, জঙ্গলে আর প্রকৃতির মাঝে।
আজ আনুমানিক সকাল ৯টা নাগাদ নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন কোহলি। যেখানে দেখা যায় সকালের চকচকে রোদের মধ্যে ট্রেকিংয়ে বেরিয়েছেন তিনি। কাঁধে একমাত্র কন্যা ভামিকা। সামনে স্ত্রী আনুশকা শর্মা। পাহাড়, জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলছেন তারা।
এছাড়াও বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন কোহলি। যেখান দেখা যায় পাহাড়ের বুক চিরে চলা লেক ধরে হাঁটছেন তারা। মেয়েকে সেই লেকের পানি স্পর্শ করাচ্ছেন।