ফিফার বিরুদ্ধে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত
গেলো কাতার ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামসহ বড় সব স্থাপনা ও উন্নয়নকাজে বেশ বাংলাদেশি শ্রমিক নিয়োজিত ছিলো। ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত কতজন বাংলাদেশি শ্রমিক হতাহত হয়েছেন সেই সংখ্যা নিরূপণে পদক্ষেপ নিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণলায়কে হতাহতদের তালিকা প্রস্তুত করতে বলা হয়েছিল।
বুধবার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহীমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিট আবেদনকারী আইনজীবী মাসুদ আর সোবহান।
এএম