নটিংহ্যাম ফরেস্টে যোগ দিলেন নেইমার-মেসিদের সতীর্থ
মধ্যকালীন দলবদলে পিএসজি ছেড়ে নতুন ঠিকানা খুঁজে পেলেন গোলরক্ষক কেইলর নাভাস। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্টে লোনে যোগ দিয়েছেন এই কোস্টারিকান তারকা। মৌসুমের বাকি সময়টুকু নটিংহ্যামের জার্সিতেই খেলবেন তিনি।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে ২০১৯ সালে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন নাভাস। রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো-বেনজেমাদের সাথে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে এই তারকা গোলরক্ষকের।
কিন্তু পিএসজিতে ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুম্মা যোগ দেওয়ার পর থেকেই নিজের জায়গা হারান নাভাস। বেশকিছুদিন থেকেই নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছিলেন না তিনি। আর তাই হয়তো বদলে ফেললেন নিজের ঠিকানা।
আরও পড়ুনঃ সব রেকর্ড ভেঙ্গে দিলেন আর্জেন্টাইন তারকা
নাভাস ছাড়াও শীতকালীন দলবদলে নিউক্যাসল ইউনাইটেড থেকে মিডফিল্ডা জনজো শেলভে এবং অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফেলিপকেও দলে নিয়েছে নটিংহ্যাম। উল্লেখ্য যে, প্রিমিয়ার লিগে ২০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছে দলটি।