জয় পেয়েছে মেসির পিএসজি, ইনজুরিতে এমবাপে
টানা দু’ম্যাচে ব্যর্থতার পর জয়ের ধারায় ফিরেছে ফরাসি ক্লাব পিএসজি। তবে দুই দফায় নেয়া পেনাল্টি শটে ব্যর্থতার কারণে আলোচনায় কিলিয়ান এমবাপে। শেষ পর্যন্ত সেখান থেকে দলকে টেনে তোলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
বুধবার রাতে (১ জানুয়ারি) মঁপলিয়েরকে ৩-১ গোলে হারিয়েছে তারা। এ জয়ে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছেন ক্রিস্টোফ গালতিয়ের শিষ্যরা।
এই ম্যাচে ছিলেন না নেইমার। মূলত লিওনেল মেসি নৈপুণ্যে জেতে পিএসজি। পুরো ম্যাচে ফ্লপ ছিলেন অপর তারকা কিলিয়ান এমবাপ্পে। দুটি পেনাল্টি মিস করেন তিনি। অধিকন্তু ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। এবার তাকে নিয়ে শঙ্কায় পড়েছে দল।
খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি কেউ। সব গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। তবে ম্যাচ জিতলেও ইঞ্জুরির কারণে ১০ মিনিটের ব্যবধানে মাঠ ছাড়েন এমবাপে ও সার্জিও রামোস।
অবশ্য ম্যাচ শেষে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের মতে, এমবাপে ও রামোসের চোট অতটা গুরুতর নয়। তাই চিন্তার কারণ নেই।