এমবাপ্পেকে না পেলে ভুগতে হবে পিএসজিকে
ফ্রেঞ্চ লিগ ওয়ানে দারুণ জয় পেয়েছে পিএসজি। এ জয়ে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছেন ক্রিস্টোফ গালতিয়ের শিষ্যরা।
বুধবার রাতে (১ জানুয়ারি) মঁপলিয়েরকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
এই ম্যাচে ছিলেন না নেইমার। মূলত লিওনেল মেসি নৈপুণ্যে জেতে পিএসজি। পুরো ম্যাচে ফ্লপ ছিলেন অপর তারকা কিলিয়ান এমবাপ্পে। দুটি পেনাল্টি মিস করেন তিনি। অধিকন্তু ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। এবার তাকে নিয়ে শঙ্কায় পড়েছে দল।
ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচে এমবাপ্পেকে পাওয়া নিয়ে দুঃশ্চিন্তা শুরু হয়েছে গালতিয়ের শিবিরে। আশঙ্কা সৃষ্টি হয়েছে, গুরুতর ইনজুরিতে পড়তে পারেন তিনি।
মঁপলিয়ের বিপক্ষে খেলার প্রথমার্ধে ফাউলের শিকার হন এমবাপ্পে। ইতোমধ্যে দুটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। দ্বিতীয়ার্ধের মিনিট কয়েক পরে উঠে যান ফ্রান্স সুপারস্টার।
ধারণা করা হচ্ছে, এমবাপ্পের চোটের অবস্থা জানতে পরীক্ষা করা হবে। তবে এ নিয়ে উদ্বেগ নেই তার। ম্যাচ শেষে ইনজুরিকে পাত্তাই দেননি তিনি। সাধারণত, এতেই হিতে বিপরীত হতে পারে। বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী ফুটবলারের চোট দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে।
পেশিতে টান পাওয়ায় মঁপলিয়ের বিপক্ষে ছিলেন না নেইমার। তারও সেরে উঠতে কিছুটা সময় লাগতে পারে। চোট সমস্যা আছে সার্জিও রামোসের। এই অবস্থায় এমবাপ্পেকে না পেলে ভুগতে হবে পিএসজিকে। বিশেষ করে বায়ার্নের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পরিকল্পনা করতে হিমশিম থেকে হবে তাদের।