আর্কাইভ থেকে জাতীয়

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে তৎপর নৌ-মন্ত্রণালয়

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে তৎপর নৌ মন্ত্রণালয়, যাত্রীদের মানতে হবে শতভাগ স্বাস্থ্যবিধি। মাস্ক পরিধান ছাড়া নৌ ভ্রমণ করলে যাত্রীদের জরিমানা করা হবে। এজন্য লঞ্চ মালিকদের সচেতন থাকতে হবে। এর ব্যতিক্রম কিছু হলে লঞ্চ কর্তৃপক্ষকে জরিমানা করা হবে। জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ বুধবার (১৪ জুলাই) দুপুরে সদরঘাট টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী আরো বলেন, গার্মেন্টস কলকারখানা বন্ধ থাকায়, ঈদের আগে পরে বহু শ্রমিক ঢাকা ছাড়বে। তারা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য কাজ করা হচ্ছে।

এছাড়া কর্মহীন নৌ শ্রমিকদের প্রণোদনা দেয়া হবে বলেও জানান তিনি।

এ দিকে আজ রাত ১২ টা থেকে চালু হচ্ছে লঞ্চ। ঈদ ঘিরে সদরঘাটের উন্নয়ন কাজ চলছে। নতুন পন্টুন লাগানো হচ্ছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন