আর্কাইভ থেকে দেশজুড়ে

বরই গাছে ঢিল ছুড়তে নিষেধ করায় যুবককে হত্যা

রাজশাহী মহানগরীতে বরই গাছে ঢিল ছুড়তে নিষেধ করায় বাড়িতে ঢুকে এক যুবককে ছুরিকাঘাত হত্যা করা হয়েছে।

নিহত  যুবকের নাম বিদ্যুৎ (৪৫)। তিনি ওই এলাকার মৃত শমসের আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে রাজশাহী নগরীর ১৯ নং ওয়ার্ড ছোটবনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ছোটবন গ্রাম এলাকায় দুপুরের দিকে আকাশ, নাসিম ও শুভ নামে তিনজন যুবক রাস্তার পাশে একটি বরই গাছে ঢিল মারছিল। সেই ঢিল গিয়ে পড়ছিল বিদ্যুৎ নামে যুবকের বাড়ির টিনের চালায়। এসময় বিদ্যুৎ বাড়ি থেকে বের হয়ে ঢিল ছুড়তে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তিন যুবক দেওয়াল টপকে প্রথমে বিদ্যুৎকে মারধর করে। পরে নাসিম ছুরি বের করে বিদ্যুৎকে আঘাত করে পালিয়ে যায়। বিদ্যুৎ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর চন্দ্রিমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনের নাম ইতোমধ্যে আমরা জানতে পেরেছি। লাশ পোষ্টমর্টেমের জন্য মর্গে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন