সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে খুন হয়েছে ভাই। নিহতের নাম মো. গোলাম মোর্শেদ মিলন (৪০)। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন আফজাল হোসেন জানান, বাবার জমিজমার ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পুলিশ সূত্রে জানা যায়, গোলাম মোর্শেদ মিলনের সঙ্গে তার বড় ভাই অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাসের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সকালে মিলনের ঘরে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে ইলিয়াস বিশ্বাস। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আলমগীর জাহান বলেন, নিহতের বড় ভাই ও হত্যাকারী অ্যাড. ইলিয়াস বিশ্বাসকে আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।