ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। ড্র নিয়েই মাঠে ছড়তে হয়েছিল স্প্যানিশ জায়ান্টদের। তবে বৃহস্পতিবার জয়ে ফিরলো তারা। ধীরগতির প্রথমার্ধের পর দু'দলের গতির ধার বাড়ে মূলত ৫০ মিনিটের পর। শেষদিকে রাফ ট্যাকলের কারণে দশ জনের দলে পরিণত হয় ভ্যালেন্সিয়া। ১০ জনের ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো।
১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। সব প্রতিযোগিতায় ১৪ ম্যাচ অজেয় বার্সেলোনা বর্তমান চ্যাম্পিয়নদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে।
প্রথমার্ধেই বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন ভিনিসিয়াস জুনিয়র, করিম বেনজেমা ও মার্কো অ্যাসেনসিওরা। এর মধ্যে অ্যান্তনিও রুডিগার একবার বল জালেও পাঠান। বারবার ভুল পাসের খেসারত দিতে হয় বেনজেমাদের।
৫২ মিনিটে প্রথমবার গোলমুখ খোলেন অ্যাসেনসিও। ভ্যালেন্সিয়ার ডি বক্সে থাকা বেনজেমা জটলার ভেতর শট নেওয়ার সুযোগ না থাকায় এগিয়ে দেন বাইরে থাকা অ্যাসেনসিওকে। বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র।
৭২ মিনিটে আক্রমণে ওঠা ভিনিসিয়াসকে সামনে থেকে ট্যাকল করেন গ্যাব্রিয়েল পলিস্তা। মাটিতে পড়ে গিয়ে তাৎক্ষণিকভাবে উঠে দাঁড়িয়ে পলিস্তার দিকে তেড়ে যান ভিনিসিয়াস, হাতাহাতির অবস্থা হয় দু’দলের খেলোয়াড়দের মধ্যেও। রেফারি পলিস্তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
ম্যাচের ৬০ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক বেনজেমা।