আর্কাইভ থেকে ক্রিকেট

খুলনার বিপক্ষে বড় সংগ্রহ সাকিবদের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স বনাম ফরচুন বরিশাল। টচ হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের পাহাড় গেড়েছে সাকিবরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টচ জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। টচ হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল বরিশাল। দলীয় ৩২ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে দলটির। ৭ বলে ১২ করে ফেরেন বিজয়।

আরও পড়ুনঃ বাংলাদেশের সমর্থন নিয়ে কি বললেন মেসি!

এরপর ফজলে মাহমুদের ২৯ বলে ৩৯ পর, ঝড় তোলেন অধিয়ানক সাকিব আল হাসান। চারটি ছক্কার সাহায্যে তোলেন ২১ বলে ৩৬ রান। শেষ সময়ে এসে পাকিস্তানী ইফতেকার আহমেদের ৩১ বলে ৫১ রানের ইনিংসে বড় সংগ্রহ তোলে বরিশাল। খুলনার হয়ে ভ্যান মিকেরেন সংগ্রহ করে সর্বচ্চো ৩ উইকেট।

 

এ সম্পর্কিত আরও পড়ুন