আর্কাইভ থেকে দেশজুড়ে

লকডাউন শিথিলের প্রথম দিনেই শিমুলিয়ায় ঘরমুখো মানুষের ঢল

কঠোর লকডাউন শিথিলের প্রথম দিনেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে রয়েছে ঘরমুখো মানুষ ও যানবাহনের উপচে পড়া ভিড়।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঘরমুখো মানুষ ঘাটে উপস্থিত হচ্ছেন। বাড়তি যানবাহনের চাপ পড়ায় ফেরিতে যানবাহন পারাপারে প্রচুর বেগ পেতে হচ্ছে।

অতিরিক্ত চাপের কারণে ঘাটে পণ্যবাহী ট্রাক এবং ব্যক্তিগত ও গণপরিবহনে আসা যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা।

এদিকে আজ সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রীর চাপ কমেছে। তবে লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। অর্ধেক যাত্রী নেয়ার কথা থাকলেও তার বেশি যাত্রী নিয়েই সেগুলো চলাচল করছে। অন্যদিকে গণপরিবহন চালু হওয়ার কারণে ঘাটে আসতে সড়ক পথে যাত্রীদের দুর্ভোগ কমেছে।

বিআইডাব্লিউটিএ’র শিমুলিয়া নদী বন্দরের কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, নৌরুটে বর্তমানে ১০ টি ফেরি চলাচল করছে। এছাড়া ৭৮টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। লঞ্চ চালু হওয়ায় ফেরিতে যাত্রী চাপ কমেছে। তবে যাত্রীদের প্রচুর চাপ রয়েছে। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে ওঠার ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন