আর্কাইভ থেকে ফুটবল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ভারানে

হুগো লরিসের পর ফ্রান্স দলের পরবর্তী অধিনায়ক হিসেবে নাম শোনা যাচ্ছিল সাবেক রিয়েল মাদ্রিদ ডিফেন্ডার রাফায়েল ভারানের। তবে অধিনায়কত্ব পাওয়া আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ফরাসি এ বিশ্বকাপজয়ী তারকা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তথ্যটি নিশ্চিত করেন ম্যানেচস্টার ইউনাইটেদের হয়ে খেলা এই ডিফেন্ডার। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপের সোনালি ট্রফি জয় করেছেন তিনি ছিলেন। দ্বিতীয় সুযোগ ছিল ২০২২ সালেও। কিন্তু টাইব্রেকারে গিয়ে মেসিদের কাছে হেরে সে ভাগ্য হয়নি তার। তাই ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিই হয়ে রইল জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ফ্রান্সের হয়ে ৯৩ ম্যাচ খেলা ভারানের জাতীয় দলের হয়ে অভিষেক হয় ২০১৩ সালে মাত্র ১৯ বছর বয়সে। এরপর থেকে জাতীয় দলের সেরা ডিফেন্ডার হয়ে যান তিনি। জাতীয় দলের হয়ে করেছেন মোট পাঁচ গোল, জিতেছেন উয়েফা নেশনস কাপ এবং বিশ্বকাপ।

আরও পড়ুনঃ জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে সূচনা বাংলাদেশের মেয়েদের

ইনস্টাগ্রামে অবসরের সম্পর্কে ২৯ বছর বয়সী এই তারকা বলেন, এক দশক ধরে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা ছিল আমার জীবনের অনেক সম্মানের। যতবার আমি বিশেষ নীল জার্সি গায়ে দিয়েছি, ততবারই অনেক গর্ববোধ করেছি। আমার কাজ ছিল নিজের সর্বোচ্চটা দেয়া, মনযোগ দিয়ে খেলা এবং মাঠে জয় করা। আমি কয়েক মাস ধরে এটা নিয়ে চিন্তা করছি এবং সিদ্ধান্ত নিয়েছি আন্তর্জাতিকভাবে অবসর নেয়ার এখনই উপযুক্ত সময়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন