এনজো ফার্নান্দেজও জেতাতে পারলেন না চেলসিকে
মধ্যকালীন দলবদলে দলে প্লেয়ার ভেড়াতে পানির মতো টাকা ঢেলেছে চেলসি। শুধু আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের পেছনেই ব্লুজরা ব্যায় করেছে রেকর্ড ১২ কোটি ১০ লাখ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৯৯ কোটি টাকা।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব হিসেবে ট্রান্সফারের সব রেকর্ড ভেঙে দলে নেয়া এনজো বদলাতে পারেননি চেলসির ভাগ্য। ঘারের মাঠ স্টামফোর্ড ব্রিজে অভিষেক হয় বিশ্বকাপের সেরা উদীয়মানের খেতাব জয়ী এই তারকার। কিন্তু এনজোর অভিষেক ম্যাচেই হোঁচট খেয়েছে চেলসি। গতকাল রাতে ফুলহামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দলটি।
এই ড্রয়ে কারণে ২১ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে এল চেলসি। যদিও ১০ নম্বরে থাকা লিভারপুলের চেয়ে অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে তারা। অপরদিকে চলতি মৌসুমে চমক দেখানো ফুলহাম এই ড্রয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার ৬ নম্বরে।
চলতি মৌসুমে দলের অবস্থা একদম ভালো যাচ্ছে না চেলসির। শীতকালীন দলবদলের শেষ দিনে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেন এনজো। দলের ভাগ্য বদলাতে মাত্র তিন দিনের মধ্যে বিশ্বকাপ জয়ী তারকাকে শুরুর একাদশে রাখেন গ্রাহাম পটার।
ম্যাচে অবশ্য খারাপ খেলেননি এনজো, দেখিয়েছেন নিজের সামর্থ্য। দ্বিতীয়ার্ধে দারুণ এক বাঁকানো শট জালের দেখা পেলে স্বপ্নের মতো শুরু হতো তার। তবে সে ভাগ্য হয় নি এই আর্জেন্টাইন তরুণ।