আর্কাইভ থেকে রাজনীতি

আওয়ামী লীগ হিরো আলমের কাছেও অসহায় : ফখরুল

মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না। টিকে থাকার কোনো উপায় পাচ্ছে না মানুষ। এই সরকার শুধু চাপার জোরে টিকে আছে। সরকার সাধারণ মানুষের দিকে তাকায় না। মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন ।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে লুটেরাদের ক্ষমতাবান করছে এই সরকার। আওয়ামী লীগ হিরো আলমের কাছেও কতটা অসহায় যে, কারচুপি করে তাকে ঠেকানো হয়।

পদযাত্রা অব্যাহত থাকবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, গ্যাস, বিদ্যুৎ, চাল-ডাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি শুরু করবে বিএনপি।

এএম

 

এ সম্পর্কিত আরও পড়ুন