রংপুরের বিপক্ষে চ্যালেঞ্জিং পূঁজি সিলেটের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি রংপুর রাইডার্স বনাম সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরে বাংলায় টস টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।
টচ হেরে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের দারুণ ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭০ রানে সংগ্রহ করে সিলেট। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে সিলেটের রান ছিল ৫৫। সেই দলটিই ২০ ওভার শেষে তুলেছে ২ উইকেটে ১৭০ রান!
শেষ ১০ ওভারে রংপুরের বোলারদের তুলোধুনো করে সিলেট সংগ্রহ করেছে ১১৫ রান। যার পুরো কৃতিত্ব ওপেনার তৌহিদ হৃদয় এবং মিডল অর্ডারের মুশফিকুর রহিমের। সূচনা করে সিলেট। মুশফিক ৩৫ বলে খেলেন ৫৫ রানের অপরাজিত ইনিংস, যে ইনিংসে ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান মিস্টার ডিপেন্ডেবল। আর হৃদয় ৫৭ বলে অপরাজিত থাকেন ৮৫ রানে। রংপুরের হয়ে মেহেদী হাসান ও হাসান মাহমুদ নেন একটি করে উইকেট।