জেলে বসে পরীক্ষা দিয়ে প্রথম স্থান, স্বর্ণপদক পেলেন সেই ছাত্রনেতা
আলফা গোষ্ঠীর একটি বোমা বিস্ফোরণের মামলায় গুয়াহাটির সেন্ট্রাল জেলে বন্দি ছাত্রনেতা সঞ্জীব তালুকদার। তার বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে। জেলে বসে স্নাতকোত্তরের পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করে তাক লাগালেন তিনি। আসমের রাজ্যপাল স্বর্ণপদক দিলেন অভিযুক্ত যুবকের হাতে। যদিও মেধাবী ছেলে মু্ক্তি না পাওয়ায় মন খারাপ পরিবারের।
২০১৯ সালে আসমের রাজধানী দিসপুরে গ্রেনেড বিস্ফোরণের অভিযোগ ওঠে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসম (ULFA) এর বিরুদ্ধে। ওই হামলায় কারও মৃত্যু না হলেও ১২ জন আহত হয়েছিলেন। সেই মামলাতে গ্রেপ্তার হয়েছিলেন সঞ্জীব তালুকদার। এর পর থেকে গুয়াহাটির জেলে বন্দি রয়েছেন তিনি। সঞ্জীবের মামলা বর্তমানে আদালতে গুয়াহাটি হাইকোর্টে বিচারাধীন।
সঞ্জীবের পরিবার সূত্রে জানা যায়, গ্রেপ্তারির সময় ছাত্রনেতা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বোটানির এমফিলের ছাত্র ছিলেন। ভেবেছিলেন বন্দি হলেও জেলেই এমফিল শেষ করবেন। কিন্তু জেলে এই বিষয়ে পড়াশোনার সুযোগ না থাকায় সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনার সিদ্ধান্ত নেন। সেই মতো কৃষ্ণকান্ত হান্ডিক স্টেট ওপেন ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তরে ভর্তি হন। জেলেই ওই বিষয়ে পড়াশোনা শুরু করেন। পরীক্ষার পর সম্প্রতি ফলাফল প্রকাশিত হয়েছে। যা দেখার তাক লেগেছে গোটা আসমের।
কারণ জেলবন্দি সঞ্জীব তালুকদার সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। ২৯ বছরের ছাত্রনেতা ৭১ শতাংশ নম্বর পেয়েছেন। যার পর রীতি অনুযায়ী তাকে স্বর্ণপদক দিয়ে পুরস্কৃত করেছেন আসমের রাজ্যপাল জগদীশ মুখি।
সঞ্জীবের বোন ডলি বলেন, ‘মিশ্র অনুভূতি হচ্ছে আমাদের। ও স্বর্ণপদক পাওয়ায় খুশি হয়েছি স্বভাবতই কিন্তু মন ভালো নেই। কারণ এখনও জেলবন্দি রয়েছে। আমরা জানি ও নির্দোষ। আলফার সঙ্গে ওর সংযোগের কথা প্রকাশ্যে আসায় অবাক হয়েছিলাম। ন্যায়বিচার পাবই।’