আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

যুক্তরাষ্ট্র ও কানাডায় আবারও তাপপ্রবাহের পূর্বাভাস

যুক্তরাষ্ট্র ও কানাডার অন্তত ১১টি অঙ্গরাজ্যে সক্রিয় ৭০টির বেশি দাবানল। দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে শনিবার থেকে প্রতিবেশী দুই দেশে নতুন করে শুরু হতে যাচ্ছে তাপপ্রবাহ।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গেল পাঁচ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডায় এটি চতুর্থ তাপপ্রবাহের ঘটনা। এর ফলে ওই অঞ্চলগুলোতে নতুন করে তীব্র খড়া ও দাবানল ছড়িয়ে পড়ার সতর্কতা দিয়েছে বিশেষজ্ঞরা। আগামী সপ্তাহের তাপমাত্রা ভাঙতে পারে আগের সব রেকর্ড।

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে নয় দিন ধরে দাবানলে পুড়ে গেছে নিউ ইয়র্কের আয়তনের চেয়ে বিশাল আকার এলাকা। এখনো তা কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। পুড়ে যাওয়ার শঙ্কায় রয়েছে অঞ্চলটির অন্তত দুই হাজারের বেশি বাড়িঘর।

এদিকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিনল্যান্ড ও রাশিয়াও।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন