পরকীয়ার অভিযোগ নিয়ে যা বললেন আদিল
রাখি সাওয়ান্তের বিয়ের অভিযানে ঘটনার ঘনঘটা। কখনও রাখি নিজের পরিস্থিতির সঙ্গে দিল্লির শ্রদ্ধা ওয়ালকারের খুনের ঘটনার তুলনা করছেন। কখনও আবার তার স্বামী আদিল খান দুরানি নিজেকে প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তুলনা করছেন। এর মধ্যেই আবার রাখি সংবাদমাধ্যমের সামনে দাবি করছেন আদিল তার জীবনে ফিরে এসেছেন।
গেলো বছর আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেন রাখি। তা নিয়েও বিস্তর অশান্তি হয়। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েকদিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন রাখি ও আদিল। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। সেই সময় তার পাশেই ছিলেন আদিল। কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল।
সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে রাখি জানান, আদিল এর আগেও সম্পর্কে জড়িয়েছেন। তাই প্রথমে বিয়ের কথা স্বীকার করতে চাননি। নিজের পরিস্থিতির সঙ্গে দিল্লির শ্রদ্ধা ওয়ালকারের খুনের ঘটনার তুলনা করে রাখি বলেন, তিনি শেষ পর্যন্ত ফ্রিজ কাণ্ডের পরিণতি চান না। রাখির এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়েই আদিল জানান, তিনি কিছু বলছেন না মানে এই নয় যে যাবতীয় দোষ তার। শুধুমাত্র নিজের ধর্ম ও মহিলাদের সম্মান করেন বলেই তিনি মুখ খুলছেন না।
এরপর আদিল বলেন, যেভাবে রাখি ফ্রিজ কাণ্ডের পরিণতি চান না, সেভাবে তিনিও সুশান্ত সিং রাজপুতের পরিণতি চান না। এদিকে আবার রাখি শর্ত দিয়েছিলেন, আদিল নিজের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছেড়ে তার কাছে ফিরে এলে তিনি সমস্ত কিছু ভুলে যাবেন। সম্প্রতি এক ভিডিওতে আবার এও দাবি করেছেন, স্বামী তার কাছে ফিরে এসেছেন। তাহলে তিক্ততার অবসান হল? না এ শুধু রাখিরই দাবি? এমন নানা প্রশ্ন উঠছে।