শামসুন্নাহারকে নিয়েই ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালকে হারায় বাংলাদেশ। কিন্তু ওই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক শামসুন্নাহার পড়েছিলেন ইনজুরিতে ।
ম্যাচ শেষে হাসপাতালেও যেতে হয়েছিল তাকে। তবে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে গতকালকেই অনুশীলনে ছিলেন শামসুন্নাহার ।
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায়।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে শামসুন্নাহারের অধিনায়কত্বেই নামবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে জয় পাওয়া একাদশই ভারতের বিপক্ষে নামবে।