আর্কাইভ থেকে এশিয়া

আফগানিস্তানে সংঘর্ষে পুলিৎজারজয়ী ভারতীয় সাংবাদিক নিহত

আফগানিস্তানে নিরাপত্তাবাহিনী ও তালেবানের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন পুলিৎজার পুরস্কার পাওয়া ভারতীয় ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভারতে নিয়োজিত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুনজাই। দানিশ সিদ্দিকী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ভারতীয় প্রধান ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আফগানিস্তানের কান্দাহারে চলমান অশান্ত পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকি। ঘটনার সময় কান্দাহার অঞ্চলে আফগান নিরাপত্তাবাহিনী বিশেষ একটি দলের সঙ্গে কাজ করছিলেন তিনি। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কান্দাহারের স্পিন বোলডাক জেলায় এক সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন এই ভারতীয় সাংবাদিক। ওই সংঘর্ষে কতজন নিহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ভারত সরকারের তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

টুইটারে এক সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার‌ রাতে তালেবানদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন দানিশ। আহত অবস্থায় আফগান সেনা শিবিরেই ছিলেন তিনি। শুক্রবার সকালে আবার তালেবানি হামলার মুখে পড়ে আফগান সেনারা। তখন ঘটনাস্থলেই দানিশ নিহত হন।

দানিশ সিদ্দিকির বাড়ি ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে। চল্লিশ বছর বয়সী এই সাংবাদিক টেলিভিশন সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে ফটো সাংবাদিক হিসেবে পেশা বেছে নেন। পেশাগত জীবনে ইরাকের মসুলের যুদ্ধের ছবি তুলতে যান তিনি। ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবি, হংকং বিক্ষোভ, দিল্লির দাঙ্গার ছবিও তোলেন এই ফটো সাংবাদিক।

ভারতের প্রথম পুলিৎজার জয়ী ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকি। ২০১৮ সালে আদনান আবিদির সঙ্গে ফিচার ফটোগ্রাফিতে পুলিৎজার পেয়েছিলেন তিনি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন