তিন ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সতীর্থ আন্তনিকে ফাউল করায় ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো প্রতিপক্ষের এক ফুটবলারের গলা টিপে ধরে। তাতে রেফারি লাল কার্ড দেখান ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে। কিন্তু এবার পড়তে হলো আরও বড় শাস্তির মুখে। কাসেমিরোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-২ গোল জয় রেড ডেভিলরা। সেই ম্যাচেই প্রতিপক্ষের এক ফুটবলারকে গলা টিপে ধরায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাসেমিরো।
ম্যাচের ৭০তম মিনিটে আন্তনিকে ফাউল করে ক্রিস্টাল প্যালেসের এক ফুটবলার। ফাউলকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এক পর্যায়ে হিউজের গলা চেপে ধরেন কাসেমিরো। ভিএআরে সেই ঘটনা দেখে কাসেমিরোকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন রেফারি। মারামারি করে লাল কার্ড পাওয়ায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
নিষেধাজ্ঞার কারণে লিডস ইউনাইটেডর বিপক্ষে দুইটি, লেস্টার সিটির বিপক্ষে একটি মোট তিন ম্যাচে মাঠে নামতে পারবেন না ৩০ বছর বয়সী এই ফুটবলার। সবকিছু ঠিক থাকলে ১৯ ফেব্রুয়ারি নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষের ম্যাচ খেলবেন কাসেমিরো।