প্রতিদিন অন্তত এক পৃষ্টা বই পড়ার আহ্বান ইবি উপাচার্যের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখার প্রতিষ্ঠান হচ্ছে গ্রন্থাগার। আমরা যদি প্রতিদিন অন্তত বইয়ের একটি করে পৃষ্টা পড়ি এবং বইকে আমাদের জীবনের একটি অংশ মনে করি। তাহলেই স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি। এর আগে সেখান থেকে এক র্যালি বের হয়ে সকলে একই স্থানে সমবেত হয়।
বিশ্ববিদ্যলয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস. এম আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। সম্মানিত অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। সভা পরিচালনা করেন উপ-গ্রন্থাগারিক আব্দুল আজিজ।