আর্কাইভ থেকে বাংলাদেশ

লিটনের ব্যাটে চড়ে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

শুরুর ব্যাটিং বিপর্যয় সামলিয়ে ৫০ ওভার শেষে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৭৭ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ। এদিন লিটনের পর দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আফিফ হোসেন।

শূন্য রানে তামিমের বিদায়, সাকিব-মিঠুন-মোসাদ্দেকের উইকেট বিলিয়ে দিয়ে আসার পর শঙ্কা জেগেছিল লজ্জাজনক কোন পরিণতির। তবে আগের সিরিজে একাদশ থেকে বাদ পড়া লিটন এদিন সুযোগ পেয়েই বাজিমাত করেছেন। ঠান্ডা মাথার ইনিংসে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। মূলত লিটনের ব্যাটেই প্রথম দিকের বিপর্যয় সামলিয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। 

এদিন লিটন বাদে কেউই পঞ্চাশ পার করতে পারেননি। তবে মাহামুদউল্লাহ, আফিফ, মিরাজদের ছোট ছোট ইনিংসে নির্ধারিত ওভার শেষে ২৭৬ রান জমা হয় স্কোরবোর্ডে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন জাঙ্গো। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মুজারাবানি ও এনগারাভা। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৭৬/৯ (৫০ ওভার) 

(লিটন ১০২, মাহমুদউল্লাহ ৩৩, আফিফ ৪৫, মিরাজ ২৬; মুজারাবানি ২/৪৭, এনগারাভা ২/৬১, জাঙ্গো ৩/৫১) 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন