ছিনতাইকারীকে গায়ে আগুন ধরিয়ে দিলো জনতা
ছিনতাইবাজদের ‘শাস্তি’ দিতে জীবন্ত অবস্থায় গায়ে আগুন ধরিয়ে দিল জনতা। এতে তদের দু’জনেরই মৃত্যু হয়েছে। তবে অভিযোগ উঠেছে আগুনে পুড়িয়ে মারার আগে তাদের ওপর অত্যাচারও করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি উত্তর করাচির সেক্টর এল১ এলাকার। মৃতদের নাম মহম্মদ ইমরান এবং নাদির হুসেন। দু’জনেরই অপরাধের নজির ছিল আগে থেকেই। অভিযোগ, তারা এলাকার এক বাসিন্দার কাছ থেকে একাধিক মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। কিন্তু দু’জনকে ধরে ফেলেন স্থানীয়েরা। উত্তেজিত জনতা দুষ্কৃতীদের বেঁধে মারধর শুরু করে। অত্যাচারের পর তাদের পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ।
করাচি পুলিশের থেকে জানানো হয়েছে, খবর যাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা গিয়ে দেখে দুই যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জিবরান নামের এক স্থানীয় বাসিন্দার বহুমূল্য দ্রব্য ছিনতাই করেন ইমরান এবং নাদির। দৌড়ে পালানোর সময় তাদের দিকে আঙুল তুলে চিৎকার করতে থাকেন জিবরান। তখনই বাকিরা তাদের ধরে ফেলেন।
দুষ্কৃতীদের কাছে পিস্তল ছিল। তবে পুলিশ জানিয়েছে, ঠিক সময়ে গুলি চালাতে পারেননি তারা। পিস্তলে কোনও ভাবে গুলি আটকে গিয়েছিল। তাদের মৃতদেহের কাছ থেকে মোবাইল ফোন এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।