মায়োর্কার বিপক্ষে ম্যাচ হারলো রিয়াল মাদ্রিদ
ফুটবলারদের ছন্দহীনতা, মাঠে বিবর্ণ পারফরম্যান্স, সবকিছু মিলে নিজেদের হারিয়ে ফেলছে রিয়াল মাদ্রিদ। একের পর এক ম্যাচ হেরেই চলেছে লস ব্ল্যাঙ্কোসরা। এবার লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে পরাজয় বরণ করলো কোচ কার্লো আনাচেলত্তির দল.
রবিবার ইবারোস্টার স্টেডিয়াম বাংলাদেশ সময় সন্ধ্য সাত টায় মায়োর্কার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরুর মাত্র ১২ মিনিটের মাথায় মাদ্রিদ ডিফেন্ডার নাচো করে বসেন আত্মঘাতী গোল। হেডের মাধ্যমে বল ক্লিয়ার করতে গিয়ে পাঠিয়ে দেন নিজেদের জালে। ৫৮ তম মিনিটে ডিবক্সের ভিতরে ভিতরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করে বসে মায়োর্কা গোলরক্ষক। কিন্তু পেনাল্টি পেয়ে তা মিস করে বসেন এসেনসিয়ো। এরপর শেষ সময় পর্যন্ত একের পর এক চেষ্টা চালিয়ে গেলেও ব্যর্থ হয় রিয়াল। শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এই পরাজয়ের ফলে লিগ শিরোপা জেতার পথ আরও বেশি কঠিন হয়ে গেল মাদ্রিদের। ২০ ম্যাচে ১৪ জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের দুইয়ে। অপরদিকে এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। আজ রাত ২ টায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।