বাফুফেকে আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে ফিফা!
বাংলাদেশের ফুটবলে নাটক যেন চলতেই থাকে কিছুদিন পর পর। সর্বশেষ আজ দেশের ফুটবলে খবর ছড়িয়ে পড়ে যে, ফিফা বাফুকে যে আর্থিক অনুদান দেয়, সেটা বন্ধ করে দিয়েছে। কারণ হিসেবে খবরটা গণমাধ্যমে আসে বাংলাদেশের সাবেক ব্রিটিশ কোচ জেমি ডের চুক্তির পুরো টাকা পরিশোধ না করা।
২০২১ সালের সেপ্টেম্বরে সাফ ফুটবলের আগে জেমিকে হঠাৎ কোচের পদ থেকে বিদায় করে বাফুফে। চুক্তির মেয়াদ শেষ হবার আগেই বিদায় করে দেয়ার ফলে চুক্তির পুরো টাকা দাবি করে ফিফায় নালিশ করেন জেমি।
ফিফা বাফুফেকে নির্দেশ দেয়, জেমিকে জরিমানা দিতে ৮৬ হাজার ডলার। আর তার সময় বেঁধে দেওয়া হয় ২০২২ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু বাফুফে সেই টাকা সময়মতো পরিশোধ করেনি। এমনকি জরিমানার বিষয়টা নিয়ে আপিলও করেনি। ফলে বুঝাই যায় জেমির ব্যাপারে ফিফার নির্দেশ বাফুফে আগ্রহ করেছে।
কিন্তু সেই টাকা সময়মতো পরিশোধ না করার অভ্যাস বজায় রেখেছে বাফুফে। সময়মতো টাকা পরিশোধ না করায় ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় বাংলাদেশ পড়তে যাচ্ছে বলে দাবি করেছেন জেমি। আর সেটিই খবর হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে। একটি গণমাধ্যমে খবর হয়েছে, বাংলাদেশের আর্থিক উন্নয়ন বরাদ্দ বন্ধ করে দিয়েছে ফিফা।