বিপিএল খেলতে রাতেই ঢাকা আসছেন নারাইন ও রাসেল
বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএলের নবম আসরের সেরা চার দল নিশ্চিত হয়েছে আগেই। প্লে-অফের লড়াইয়ে নাম লিখিয়েছে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শেষ চারের লড়াইয়ে দলকে আরও অপ্রতিরোধ্য করতে নতুন করে দুই ক্যারিবিয়ান তারকাকে দলে যুক্ত করেছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি।সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতেই সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল যোগ দিচ্ছেন কুমিল্লা দলে।
কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন নিশ্চিত করেছেন এ তথ্য। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বরিশালের বিপক্ষে মাঠে দেখা যাবে এই দুই তারকা ক্রিকেটারকে। চলতি আসরে কুমিল্লা দলের সঙ্গে আরও দুই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জনসন চার্লস ও চ্যাডউইক ওয়ালটন।