আর্কাইভ থেকে ফুটবল

খোঁজ মিলেছে ভূমিকম্পে চাপা পড়া চেলসির সাবেক ফুটবলারের

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় বিপুল প্রাণহানির খবর মিলছে। হু হু করে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। ভূমিকম্পে নিখোঁজ হয়েছিলেন সাবেক চেলসি ও নিউক্যাসল ইউনাইটেডে খেলা ঘানার উইঙ্গার ক্রিস্টিয়ান আতসুও।

তুরস্কের ক্লাব হাতাইস্পোরে খেলেন আতসু। পরশু ম্যাচ শেষ করে আন্তাকিয়া এলাকার একটি হোটেলে ছিলেন ৩১ বছর বয়েসী এই ফরোয়ার্ড। ভূমিকম্পে ভবনটি ধসে পড়লে আরও অনেকের সঙ্গে চাপা পড়েন তিনিও। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আতসুকে বেশ কিছু সময়ের চেষ্টার পর  জীবিত উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। তিনি পায়ে আঘাত পেয়েছেন, নিঃশ্বাসেও সমস্যা হচ্ছে।

২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংলিশ ক্লাব চেলসিতে খেলেছেন ঘানার এই ফুটবলার। ২০২১ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগে আরেক ক্লাব নিউক্যাসলের হয়ে। এভারটনের হয়েও খেলেছিলেন তিনি। ঘানা জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচ খেলা এই ফরোয়ার্ড ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপেও খেলেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন