আর্কাইভ থেকে এশিয়া

ইরানে তীব্র পানির সংকটে বিক্ষোভ, তিনজনের মৃত্যু

ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আর এই সংকটের কারণে পানির জন্য বিক্ষোভে নেমেছে স্থানীয় জনগণ। বিক্ষোভ দমনের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে অন্তত তিনজন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, গেল শুক্রবার খুজেস্তান প্রদেশের শাদেগান শহরে এই ঘটনা ঘটেছে।

খুজেস্তানের ভারপ্রাপ্ত গর্ভনর অমিদ সাবরিপুর বলছেন, বিক্ষোভে দুর্ঘটনাক্রমে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ওই তিন ব্যক্তি। তবে এ ঘটনার জন্য নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করছে প্রতিপক্ষরা।

গেলো মার্চ থেকে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে খরা চলছে। গেল ৫০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ খরা।

খরার কারণে পানির সংকট দেখা দিয়েছে। এজন্য সবচেয়ে বেশি ভুগছে কৃষক ও সাধারণ মানুষ। পানির কারণে বিক্ষোভ চরম মাত্রায় রুপ নিয়েছে।

স্থানীয় ভারপ্রাপ্ত সরকার জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তবে ভুলক্রমে ওই তিন ব্যক্তির শরীরে গুলি লাগে। আর এতে করে নিহত হয় তারা। নিহত ব্যক্তিরা সংখ্যালঘু আরব সম্প্রদায়ের সদস্য ছিল।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন