আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রেমিকাকে হত্যা করে ৯৯৯ নম্বরে ফোন করে প্রেমিক

রাজধানীর উত্তরখানের চানপাড়া এলাকায় এক নারীকে হত্যার পর জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করে খবর দিয়েছেন তার প্রেমিক।

গেলো মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। সেখান থেকেই তার অভিযুক্ত খুনি হযরত আলীকে (৪৭) গ্রেপ্তার করা হয়। তবে পুলিশ সেখানে গিয়ে জানতে পারে, নিহত রাশেদা তার স্ত্রী নন।

উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান, রাতে ৯৯৯ ফোন করে হযরত আলী খবর দেন, তিনি তার স্ত্রীকে মেরে ফেলেছেন। নিহতের নাম রাশেদা (৪০)। কিন্তু পুলিশ সেখানে গিয়ে জানতে পারে, নিহত রাশেদা তার স্ত্রী নন। অভিযুক্ত হযরত আলী চানপাড়ার বিল্লাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তার স্ত্রী ও সন্তান থাকেন অন্য জায়গায়।

তিনি আরও বলেন, পাশে বাড়ির দুই সন্তানের মা রাশেদার সঙ্গে অভিযুক্তের পরকীয়ার সম্পর্ক ছিল। প্রায় এক বছর ধরে চলা পরকীয়ার জের ধরে সম্প্রতি রাশেদা বিয়ের জন্য হযরত আলীকে চাপ দেয়। মঙ্গলবার রাতে হযরত আলীর বাড়িতে রাশেদা গেলে তাদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে হযরত আলী শিলের নোড়া দিয়ে বেশ কয়েকবার রাশেদার মাথায় আঘাত করে। রাশেদা মারা গেছে বুঝতে পেরে সে ৯৯৯ এ ফোন করে।

পুলিশ কর্মকর্তা নাসির জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

এএম

এ সম্পর্কিত আরও পড়ুন