দলের তারকাদের ইনজুরি পরও ফাইনালে রিয়াল মাদ্রিদ
আগেরদিন অঘটন ঘটিয়েছিলো সৌদি আরবের ক্লাব আল হিলাল। লাতিন চ্যাম্পিয়নি, ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে দিয়ে উঠে গেছে ফাইনালে। তবে দ্বিতীয় সেমিফাইনালে আর অঘটন ঘটাতে পারেনি মিসরীয় ক্লাব আল আহলি।
দলের প্রধান তারকা করিম বেনজেমা, গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার এডার মিলিটাওয়ের ইনজুরি নিয়ে ভুগছিল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি লুকাস ভাজকেজ এবং ফারলাঁ মেন্দিও। কিন্তু সব ক্ষত ছাপিয়ে এই স্প্যানিশ জায়ান্ট খেলেছে দুর্দান্তভাবে। ৪-১ গোলের বড় জয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেল কার্লো অ্যানচেলত্তির দল।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে স্রেফ উড়ে গেছে মিসরীয় ক্লাব। ৪-১ গোলের বিশাল জয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।
আগামী ১১ ফেব্রুয়ারির ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ আল হিলাল। প্রথম সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে সৌদি ক্লাবটি ফাইনাল নিশ্চিত করেছে।