আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনায় সারাদেশে ১৩৮ জনের মৃত্যু

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে। সোমবার (১৯ জুলাই) এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে ১৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজশাহী: রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে  সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। ৬৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে রাজশাহীর তিন জন, নাটোরের চার জন, নওগাঁ,  চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার দুই জন করে এবং পাবনার একজন মারা গেছেন।

সোমবার (১৯ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৪ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০৮ জন।এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৮২টি নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ দিন শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের ১৫৫টি নমুনা পরীক্ষায় আরও ১৮ জনের পজিটিভ আসে। সেখানে শনাক্তের হার ১১ দশমিক ৬১ শতাংশ।

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা-উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন। এরমধ্যে পজেটিভ ছিল ৩ জন। এরা হলেন বরিশালে ৭ জন, ঝালকাঠি ২ জন, পটুয়াখালীর ২ জন, পিরোজপুরে একজন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় মোট শনাক্তের সংখ্যা ৪০৯ জন। এরমধ্যে ২২৬ জনই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৪৬ জন। এরমধ্যে ২১ জন পজেটিভ।

কি‌শোরগ‌ঞ্জ: কি‌শোরগ‌ঞ্জে ২৪ ঘণ্টায় ক‌রোনা ও উপসর্গ নি‌য়ে ১৪ জ‌নের মৃত্যু হয়েছে। লালমনিরহাট: লালমনিরহাট সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন।
কুমিল্লা: কুমিল্লায় করোনায় এক দিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। পঞ্চগড়: পঞ্চগড়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৭০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনার ৪টি হাসপাতালে মারা গেছেন ১৩ জন। কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ  নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর: ফরিদপুরে করোনায় ও উপসর্গে মারা গেছেন ৬ জন।

ঝিনাইদহ: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন। যশোর:যশোরে  করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন