আর্কাইভ থেকে বিনোদন

আমার কষ্টের টাকা অন্য মেয়েদের পেছনে খরচ করছিল আদিল : রাখি

রাখি সাওয়ান্ত এবং আদিল দুরানি কাণ্ডে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। জেল হেফাজতে রয়েছেন আদিল। হাসপাতালে রয়েছেন রাখি। এরই মধ্যে ঘুরেফিরে আসছে তাদের পুরনো ছবি ও ভিডিওগুলো। এক বার বিমানবন্দরের সামনে আদিলের কারণেই কান্নায় ভেঙে পড়েছিলেন রাখি। সেই মুহূর্তও ফ্রেমবন্দি হয় চিত্রগ্রাহকদের ক্যামেরায়। এ বার চারিদিকে ছড়িয়ে পড়ল তাদের আরও এক ভিডিও। যেখানে স্পষ্ট দেড় কোটি টাকা ফেরত চাইছেন রাখি।

পাঁচমাস আগে এই ভিডিও তৈরি করেছিলেন জানিয়ে রাখি বলেন, আমার কষ্ট করে রোজগার করা এই টাকা অন্য মেয়েদের পিছনে খরচ করছিল আদিল। তাই দেড় কোটি টাকা ফেরত দিতে বলি। ভিডিওতে দেখা যাচ্ছে রাখির কথা শুনে বেশ ভীত আদিল।

আদিল বলেন, ব্যবসার কাজে সব টাকাই খরচ হয়ে গিয়েছে। কিন্তু খুব শীঘ্রই সুদ-সহ তোমার পুরো টাকা ফেরত দিয়ে দেব। সেই টাকা রাখি ফেরত পেয়েছেন কি না, তা যদিও জানা যায়নি।

প্রসঙ্গত, পুলিশের কাছে আদিলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা দিয়েছেন রাখি। রাখির দায়ের করা অভিযোগের ভিত্তিতে (৭ ফেব্রুয়ারি) গ্রেপ্তার করা হয় আদিল খানকে। আদিলকে গ্রেপ্তার করে ওশিয়ারা থানার পুলিশ। গেলো (৮ ফেব্রুয়ারি) অন্ধেরি আদালতে পেশ করা হয় তাকে। গার্হস্থ্য হিংসার অভিযোগে আপাতত পুলিশি হেফাজতে আদিল।

এএম

এ সম্পর্কিত আরও পড়ুন