ফেনসিডিলসহ ৫ মাদক মামলার আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর আবাসনটারী এলাকার মাদক কারবারী পুর্বের ৫ টি মাদক মামলার আসামী নুর ইসলাম (৪০) কে পুলিশ ফেনসিডিল সহ গ্রেপ্তার করেছে।
গেলো বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ী থেকে ৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নুর ইসলাম ওই এলাকার মৃত খয়বর হলাইয়ের ছেলে।
পুলিশ জানায়, নুরইসলাম একজন কুখ্যাত মাদক কারবারী। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় পুর্বের ২ টি ও আজকের ১ টি সহ মোট ৩ টি মাদক মামলা, বগুড়া জেলার নন্দিগ্রাম থানায় ১ টি মাদক মামলা এবং নাটোর সদর থানার ১ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এছাড়া তার স্ত্রী মরিয়ম বেগমের নামেও ফুলবাড়ী থানায় ১ টি রংপুরের কাউনিয়া থানায় ১ টি এবং বগুড়ার শিবগঞ্জ থানায় ১ টি সহ মোট ৩ টি মামলা চলমান রয়েছে। নুর ইসলামের ছোট ভাই নুরনবীর নামে ফুলবাড়ী থানায় আজকের ১টি সহ জেলার নাগেশ্বরী থানায় আরও ১ টি মাদক মামলা রয়েছে। এমনকি তাদের মা নছিরন বেওয়া (৬০) এর নামে বগুড়া শিবগঞ্জ থানার একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তারা ভারত থেকে ফেনসিডিল এনে বাড়ীতে রেখে প্রকাশ্যে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে তাদের বাড়ীতে অভিযান চালানো হয়। অভিযানের সময় নুরনবী কৌশলে পালিয়ে গেলেও নুর ইসলামকে ৪ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেপ্তার ব্বতকরা হয়। পরে মাদক সহ থানায় এনে ধৃত নুর ইসলাম ও পলাতক নুরনবীর নামে মামলা দায়ের করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নুর ইসলামকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।