মারা গেছেন মহানবীর কার্টুন আঁকা কার্টুনিস্ট ওয়েস্টারগার্ড
মারা গেছেন মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র এঁকে সমালোচনার শিকার হওয়া ডেনিশ কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড। তার বয়স হয়েছিলো ৮৬ বছর। দীর্ঘদিন রোগে ভুগে রোববার বার্ধক্যজনিত সমস্যায় মারা যান তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ১৯৮০ সালের শুরু থেকে ডেনমার্কের রক্ষণশীল জিল্যান্ডস পোস্টেন পত্রিকায় কর্মরত ছিলেন কার্ট ওয়েস্টারগার্ড। ২০০৫ সালে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কার্টুন এঁকে বিশ্বজুড়ে সমালোচিত হন তিনি। প্রতিবাদে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে বিশ্বের মুসলিম সম্প্রদায়। হুমকিসহ তার উপর কয়েকবার হামলা চালানো হয়। এর ফলে কয়েকদিন আত্মগোপনেও ছিলেন।
আরেক বিতর্কিত ফরাসি পত্রিকা শার্লি এবদোতেও মহানবী (স:) কে অবমাননা করে কার্টুন আঁকতেন কার্ট ওয়েস্টারগার্ড। ২০১৫ সালে ওই পত্রিকায় হামলা চালায় মুসলিম বিক্ষোভকারীরা। এ ঘটনায় নিহত হয় অন্তত ১২ জন।
ওই সময় কার্টুনের প্রতিবাদে বিভিন্ন দেশে ডেনমার্কের দূতাবাসে হামলা চালানো হয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ে মুসলিম দেশগুলোতে। এতে নিহত হয় অনেক মানুষ। ওয়েস্টারগার্ডকে অনেকবার হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
এসএন