আর্কাইভ থেকে করোনা ভাইরাস

অ্যাস্ট্রাজেনেকার প্রায় আড়াই লাখ টিকা আসছে শনিবার

অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা শনিবার (২৪ জুলাই) বিকেলে দেশে আসছে । টিকার বৈশ্বিক প্লাটফর্ম কোভ্যাক্সের আওতায় এ টিকা আসবে বলে জানা গেছে।

আজ শুক্রবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে, তাদেরকে দ্বিতীয় ডোজ হিসেবে এই টিকা দেয়া হবে। আশা করছি খুব দ্রুতই আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারব।

এরআগে গত সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগস্টের মধ্যে দেশে আরও ১ কোটি ২৯ লাখ টিকা পৌঁছবে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ, সিনোফার্মের ৪০ লাখ এবং জনসন অ্যান্ড জনসনের ৬০ লাখ টিকা রয়েছে। তবে সিনোফার্মের ৪০ লাখ টিকার ১০ লাখ উপহার হিসেবে পাওয়া যাবে। আর বাকি ৩০ লাখ কেনা হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন