আর্কাইভ থেকে ক্রিকেট

মাতৃভাষা দিবসকে শ্রদ্ধা জানিয়ে বিপিএলের নানা উদ্যোগ

ভাষার মাস উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নেয়া হয়েছে নানান উদ্যোগ। ম্যাচে বাংলায় ধারাভাষ্য দেয়া হবে তা জানানো হয়েছিল আগেই।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানিয়ে ম্যাচের আগে সব ধারাভাষ্যকার ও উপস্থাপক পরেছেন কালো-সাদার সংমিশ্রণে পোশাক। শুধু তাই নয়, খেলোয়াড়, কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপক সবাই হাতে পরেছেন বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ আর্মব্যান্ড।

এর আগে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছিল, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতে ১০ ফেব্রুয়ারির ম্যাচে বিশেষ উদ্যোগ নেবে বিপিএল।

আরও পড়ুনঃ নাঈমের দাবি ক্যাচ, আম্পায়ার দিলেন ছক্কা! (ভিডিও)

 

উদ্যোগ গুলোর হল

১. ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ পোশাক গায়ে দিবেন। ২. বাংলাদেশি ধারাভাষ্যকাররা বাংলায় ধারাভাষ্য দেবেন এবং বিদেশি ধারাভাষ্যকাররাও তাদের ধারাভাষ্যের সময় কিছু বাংলা শব্দ ব্যবহার করবেন।

৩. ধারাভাষ্যকাররা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে খেলা চলাকালীন আলোচনা করবেন। ৪.  ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের সাক্ষাৎকার নেয়া হবে বাংলায়।

৫. ম্যাচ-পরবর্তী উপস্থাপনা ও সাক্ষাৎকার নেয়া হবে বাংলায়।

৬. সব দলের প্রতিটি খেলোয়াড়, খেলা পরিচালনাকারী কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ বাহুবন্ধনী পরবেন। ৭. মাঠে অবস্থিত এলইডি বড় পর্দায় ভাষার মাসের কিছু উক্তি প্রদর্শিত হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন