আর্কাইভ থেকে বাংলাদেশ

অযোগ্য সরকারি কর্মকর্তাদের শোকজ নোটিশ ও সতর্ক বার্তা ইমরান খানের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্বেও রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে। খুব শিগগিরই রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া চালাবে ইরান। ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি জানান ভারত মহাসাগরের উত্তরে এ মহড়া শুরু হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, রাশিয়া ও ইরানের সামরিক বাহিনীর এই যৌথ মহড়ায় স্পষ্ট একটি বার্তা রয়েছে। এসময় তিনি মন্তব্য করেন ইরানের নৌবাহিনী এখন যুদ্ধ সরঞ্জাম, মানবশক্তি, পদ্ধতি, কৌশল, নির্দেশনা, নিয়ন্ত্রণ, যোগাযোগ এবং আধুনিকতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর পর্যায়ে পৌঁছে গেছে।

রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, ভারত মহাসাগরে নিরাপত্তা প্রতিষ্ঠায় অনুষ্ঠিত হবে এই মহড়া। ইরান যাতে সামরিক দিক থেকে শক্তিশালী হতে না পারে সে লক্ষ্যে ব্যাপক চেষ্টা সত্ত্বেও সাফল্য অর্জিত হয়েছে।

ভারত মহাসাগরে ইরান ও রাশিয়া যে যৌথ সামরিক মহড়া চালাবে তাতে প্রমাণিত হয় নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে গভীরভাবে আগ্রহী দুই দেশই।

গেল বছরের শুরুতে ওমান সাগরে যৌথ নৌমহড়া চালিয়েছিল ইরান, রাশিয়া ও চীন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন