আর্কাইভ থেকে ফুটবল

চেলসির সঙ্গে চুক্তি দীর্ঘ করলো সিলভা

৩৮ বছর বয়সী ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভা চেলসির সঙ্গে আরও এক বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। অর্থাৎ তিনি ২০২৪ সালের গ্রীষ্ম পর্যন্ত ক্লাবটিতে থাকবেন।

শুক্রবার ইতালিয়ান সাংবাদিক ও দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজো রোমানো তথ্যটি নিশ্চিত করেছেন।

চুক্তি সম্পর্কে সিলভা বলেছেন, আমি যখন এখানে আমার প্রথম চুক্তি স্বাক্ষর করি,  তখন এটি ছিল মাত্র এক বছরের জন্য। এখন এটি ইতিমধ্যে চতুর্থ বার! আমি কল্পনাও করতে পারিনি,  তবে সত্যিই আমার জন্য একটি বিশেষ মুহূর্ত যে চেলসিতে স্বাক্ষর করা এবং থাকা।"

২০২০ সালে প্যারিস সেন্ট-জার্মেই থেকে ব্লুজ-এ যোগ দেন সিলভা, সেই মৌসুমে জয় করেন চ্যাম্পিয়ন্স লিগ। সাবেক এই এ সি মিলান সেন্টার-ব্যাক চেলসির হয়ে এখন পর্যন্ত মোট ১০৬ ম্যাচ খেলেছেন। এছাড়াও ২০২১ সালে উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন তিনি।

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন