বিপিএল খেলতে ঢাকায় রাজাপাকসে ও মঈন
বিপিএলে শেষ হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ। বাকি আছে আর মাত্র চারটি ম্যাচ। আগামীকাল প্রথম কোয়ালিফাইয়ারে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা আর এলিমিনেশন ম্যাচে রংপুর রাইডার্স লড়বে ফরচুন বরিশালের বিপক্ষে। শেষ মুহূর্তে শক্তি বাড়াতে বিদেশি তারকাদের দলে টানতে ব্যাস্ত দলগুলো।
প্রথমবারের মত শিরোপার স্বাদ পেতে ফরচুন বরিশাল উড়িয়ে এনেছে লঙ্কান আগ্রাসী ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসেকে। শিরোপা ধরে রাখতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা শিবিরে যোগ দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।
দল দুইটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট’র মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
গত আসরেও কুমিল্লার হয়ে খেলেছিলেন মঈন। ৭ ম্যাচে ১৫০ স্ট্রাইকরেটে ২২৫ রানের পাশাপাশি নিয়েছিলেন ৯ উইকেট। রাজাপাকসেরও অভিজ্ঞতা আছে বিপিএলে খেলার। সাকিব আল হাসানের বরিশালের হয়ে দ্বিতীয়বার খেলবেন তিনি।