খেলার সময় শিশুটিকে টেনে জঙ্গলে নিয়ে গেলো চিতাবাঘ…
দেড় বছরের শিশুকে বাড়ির সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল চিতাবাঘ। শিশুর কান্নায় এ অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে বাঘকে তাড়া করে তারা। শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ির বাইরে খেলছিল শিশুটি। অতর্কিতে ওই বাড়ির সামনে হানা দেয় চিতাবাঘটি। সন্ধ্যার অন্ধকারে শিশুটির উপর হামলে পড়ে চিতাবাঘ। তাকে কামড়ে, টেনে হিঁচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু শিশুটির পরিবারের সদস্যেরা চিৎকার শুনে ছুটে আসেন। বাঘটিকে তাড়া করলে শিকার ছেড়ে জঙ্গলের দিকে পালায়। শিশু তখনও জীবিত ছিল। গুরুতর জখম অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসা চলাকালীন শিশুটির মৃত্যু হয়েছে। বন দপ্তরের কর্মকর্তা রামকরণ মীনা জানান, চিতাবাঘটি ক্ষুধার্ত ছিল। সেই কারণেই জঙ্গল ছেড়ে খাবার খুঁজতে খুঁজতে সে লোকালয়ে ঢুকে পড়েছিল। সন্ধ্যার অন্ধকারে শিশুটিকে একা পেয়ে আক্রমণ করে। ভারতের রাজস্থানের জয়পুরের উত্তরপূর্বে ২৮ কিলোমিটার দূরে রামগড়ে গ্রামে এই ঘটনা ঘটেছে, তার কাছেই ঘন জঙ্গল। সে জঙ্গলে চিতাবাঘ রয়েছে, গ্রামবাসীদের কাছে সেই তথ্য অজানা নয়। এ বার সেই গ্রামেই ক্ষুধার্ত চিতাবাঘের হানায় প্রাণ গেল শিশুর।