মেসির ভক্তদের জন্য সুসংবাদ দিলেন গালতিয়ের
ইনজুরির কারণে লিওনেল মেসি ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে। ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপের এমন বার্তা মন খারাপের কারণ হয়ে যায় মেসির সমর্থকদের। তবে এবার সুসংবাদ দিলেন পিএসজির কোচ গালতিয়ের, জানালেন বাভারিয়ানদের মুখোমুখি হচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে গালতিয়ে বলেন, চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে পাওয়া যাবে লিওনেল মেসিকে। তবে পায়ে কিছুটা অস্বস্তিবোধ করায় এক দিন বিশ্রাম দেয়া হয়েছে তাকে। তাই শনিবার (১১ ফেব্রুয়ারি) লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে দেখা যাবে না বিশ্বকাপজয়ী এই তারকাকে।
ফ্রেঞ্চ কাপে বুধবার (৮ ফেব্রুয়ারি) মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পিএসজি। সেই খেলায় হ্যামস্ট্রিংয়ে টান লাগে মেসির।
পিএসজি কোচ বলেন, ‘মোনাকোর বিপক্ষে আগামীকাল (আজ) থাকবেন না লিও। তিনি আবার অনুশীলনে ফিরবেন সোমবার। কারণ, তার পরের দিন চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে আমাদের।’