অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে পুলিশ সফল হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা রোধে ও জননিরাপত্তায় পুলিশ সফল হয়েছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৮ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ পুলিশ দক্ষতা, বীরত্ব ও দেশপ্রেমের সঙ্গে কাজ করে যাচ্ছে বলেই দেশে আজ এই অগ্রগতি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে যে এগিয়ে চলা, সেটার পেছনের চালিকাশক্তি হলো শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারা। যার পেছনে মোক্ষম ভূমিকা পালন করছে বাংলাদেশ পুলিশ।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ডিএমপি আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ঢাকাবাসীর আস্থা অর্জন করেছে। এর আগে, ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শোভাযাত্রাটি মিন্টু রোড থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।