রূপগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
এশিয়ান টিভির গাজীপুরের প্রতিনিধি আরিফ খান আবিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসয়ম উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার,সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ,সিনিয়র সাংবাদিক সুশীল সরকার, জিএম শহিদ,এসএম শাহাদাত, শহিদুল্লাহ গাজী, মাহবুব মনি, মাহবুব আলম প্রিয়, সাইফুল ইসলাম, রিপন মিয়া,ফয়সাল আহমেদ,শাকিল আহম্মেদসহ ক্লাবের সদস্যরা।
এ সময় সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, অপরাধীরা আজকাল সংঘবদ্ধভাবে হামলা করছে। তাই সাংবাদিকদের ঐক্যের মাধ্যমে সকল অপরাধী ও হামলাকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।