এলিমেনেশন ম্যাচে চ্যালেঞ্জিং সংগ্রহ বরিশালের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্লে-অফ পর্বের খেলা শুরু হয়েছে আজ। এলিমেনেশন ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডারস বনাম ফরচুন বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে বরিশাল।
রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা এনে দিয়েছিলেন ওপেন করতে নামা মেহেদী হাসান মিরাজ। ৪৮ বলে ৬৯ রানের এক দুর্দান্ত এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার। সঙ্গে ছিল ফ্লেচারের ১৬ বলে ১২ রানের এক নিষ্প্রাণ ইনিংস। দলীয় ৪৬ রানে ফ্লেচার আউট হয়ে গেলে মিরাজের সাঙ্গে দারুণ সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২১ বলে ৩৪ রানের ফিরে যান রিয়াদ।
শেষ দিকে এসে করিম জানাতের ৩৩ ও লঙ্কান রাজাপাকসের ১৭ রানের ইনিংসে ভর করে ১৭০ রানের পৌঁছায় বরিশাল। রংপুরের হয়ে দানুশ সানাকা ২ টি ও রাকিবুল ১ টি করে উইকেট সংগ্রহ করেন।